নতুন বই ॥ বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘বোকাই’


বোকাই কেন বলল মানুষ পৃথিবীর অ্যালিয়েন? মানে মানুষ পৃথিবীতে এসেছে অন্য এক গ্রহ থেকে! কারণ পৃথিবীর অভিকর্ষ বলের সাথে মানুষ অভ্যস্ত নয়। তাই ভারী কিছু টেনে তুলতে মানুষের ব্যাকপেইন শুরু হয়।

পৃথিবীতে কেবল মানুষকেই পোশাক পরতে হয়। আগুনে ঝলসে নিজ খাবার তৈরি করতে হয়। মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী প্রকৃতি থেকে সরাসরি নিজ খাবার গ্রহণ করে।

কীট-পতঙ্গের জন্য হাসপাতাল প্রয়োজন হয় না। হাসপাতাল প্রয়োজন হয় মানুষের জন্য।কারণ মানুষকে পৃথিবীর এই আবহাওয়ায় সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে যেতে হচ্ছে নিরন্তর।তবু মানুষ কী ভীষণ অসহায় প্রকৃতির কাছে!

‘বোকাই’ দীপু মাহমুদের বৈজ্ঞানিক কল্পকাহিনি। যেখানে দাবি করা হয়েছে মানুষ অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। মানুষ আদতে পৃথিবীর অ্যালিয়েন। মানুষের আদি প্রজন্ম থেকে গেছে ভিন্ন গ্যালাক্সির কোনো এক গ্রহে বা উপগ্রহে।

বইটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইটি অথবা ও রকমারি ডটকমসহ বইমেলার ৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।