অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে হাবিবুল্লাহ ফাহাদের নতুন গ্রন্থ ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি, ভাষা আন্দোলনের ৭০ বছর’।
গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইমেলায় আগামীর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
গ্রন্থটি সম্পর্কে হাবিবুল্লাহ ফাহাদ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি হলো এবার। বাংলা ভাষার একজন অকিঞ্চিৎকর লেখক হিসেবে এই মাহেন্দ্রক্ষণকে স্মরণ করে রাখতে আমার ক্ষুদ্র প্রয়াস।দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি।’ ভাষাসংগ্রামী আহমদ রফিক ও সদ্য প্রয়াত রফিকুল ইসলামের দীর্ঘ সাক্ষাৎকার। যেখানে মূর্ত হয়েছে তাঁদের শৈশব থেকে জীবনের পরন্তবেলার অসামান্য গল্পগাঁথা।ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারেন বইটি। শতাধিক প্রশ্নের বিপরীতে সাধারণ পাঠকও খুঁজে পাবেন আনন্দময় পাঠের রসদ।