অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সাদিয়া সুলতানার উপন্যাস ‘বিয়োগরেখা’।
‘হতবিহ্বল মেয়েটি দেখে মুখোমুখি দাঁড়ানো প্রতিবিম্বের ইশারায় কী করে ক্রমাগত ঘায়েল হয় দেহ। ঝড়তাড়িত গাছের মতো সর্বাঙ্গ কাঁপে। কাঁপতে কাঁপতে মেয়েটি নগ্ন দুই স্তনের ভাঁজে দুই হাত রাখে। দেহের রোমে রোমে ঝাঁকি ওঠে। কানাকানি করে ত্বক, অন্তরাত্মা। পেলব দুই হাত ক্রমে আগ্রাসী হয়, প্রতি অঙ্গ স্পর্শ করে দক্ষ কারিগরের মতো। ওপাশে দাঁড়ানো মুখটি মিটিমিটি হাসে। পিকাসোর ‘লে রেভ’ চিত্রের ভঙ্গিতে দেহকে ভাঁজ করে ফিসফিসিয়ে জানতে চায়, ‘কী চাও?’ মেয়েটির আমূল অস্তিত্ব জেগে বলে, ‘নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে…।’
বিয়োগরেখা উপন্যাসটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য ২২৫ টাকা।
এই উপন্যাস ছাড়াও ঐতিহ্য প্রকাশন থেকে সাদিয়া সুলতানার গল্পগ্রন্থ ‘উজানজল’ প্রকাশিত হয়েছে। মানবিক অনুভূতিগুলোকে অবিভাজ্য রেখে দেশে দেশে সীমানা বিভাজিত হয়। এই বিভাজনের খেলার ক্রীড়ক ও ক্রীড়নক থাকে মানুষ নিজে। যুগে যুগে মানুষের ইশারাতেই মানুষের রক্ত ঝরে, ভূখণ্ডের সীমানা নির্ধারিত হয়, দেশের প্রান্তসীমায় কাঁটাতার বসে, এক দেশ ছেড়ে আরেক দেশে ঠাঁই নেয় মানুষ। দেশ ছাড়া আর দেশ হারা যেভাবেই আখ্যায়িত করা হোক না কেন এই মানুষগুলোর হাহাকার যেন জলের রেখা ছাড়া আঁকা যায় না।কালের অভিঘাতে নিয়ত উজানে বহমান এইসব হাহাকার আর বেদনাই মূর্ত হয়ে উঠেছে ‘উজানজল’ গল্পগ্রন্থের দশটি গল্পে।গল্পগুলোতে দাঙ্গা ও দেশভাগের পরিণতিতে বাস্তুচ্যুত মানুষের অকথিত মর্মবেদনা যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা মানুষের আখ্যান। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ১৫০ টাকা।