নতুন উপন্যাস ॥ অগ্নিকা আঁধার


অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে রকিবুল হাসানের নতুন উপন্যাস অগ্নিকা আঁধার।

অগ্নিকা আঁধার উপন্যাস সম্পর্কে কথাসাহিত্যিক সেলিনা হোসেন লিখেছেন, উপন্যাসে ব্যক্তির জীবন থেকে শুরু করে পরিবার-সমাজ-রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেরই চিত্র তুলে ধরা যায়। এ কারণেই পাঠকেরও আগ্রহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে সাহিত্যের এই মাধ্যমটি। রকিবুল হাসানও বিষয়টি আত্মস্থ করে উপন্যাসকেই নিজের অভিমত-চিন্তা-চেতনা প্রকাশের মাধ্যম হিসেবে গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার উপন্যাস ‘অগ্নিকা আঁধার’। এই উপন্যাসে তিনি একটি উচ্চ শিক্ষাঙ্গনের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরেন দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ ও অভ্যাসের বিবরণ।কর্মজীবী মানুষের স্বভাব ক্যারিয়ার নিয়ে প্রতিযোগিতা, প্রতিহিংসা, প্রতিদ্বন্ধিতা। আর এসবের এক বিশ্বস্ত দলিল হয়ে উঠেছে ‘অগ্নিকা আঁধার’। আমি এই উপন্যাসের বহুল পাঠ কামনা করছি।

অগ্নিকা আঁধার
লেখক: রকিবুল হাসান
প্রকাশক: বটেশ্বর বর্নন
প্রচ্ছদ: এ.কে. এম খালেকুজ্জামান
পৃষ্ঠা: ৩৮৩
মূল্য: ৭২০ টাকা