বইমেলায় পাওয়া যাচ্ছে নান্দিক ৫ম বর্ষপূর্তি সংখ্যা


প্রকাশিত হলো নান্দিক পঞ্চম বর্ষপূর্তি সংখ্যা (৫ম বর্ষ, ৭ম সংখ্যা)। এ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা।

কবি ও সংগঠক ইসমত শিল্পীর সম্পাদনায় এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন মামুনুর রশিদ, পলি চৌধুরী, রকিবুল হাসান রকেট, সুরঞ্জন দত্ত চৌধুরী, গৌতম সাহা।

বর্ষপূর্তি  সংখ্যায় গল্প লিখেছেন লাইলা আফরোজ, ইসহাক খান, শাহনাজ মুন্নী, সাইফ বরকতুল্লাহ।

নাটক লিখেছেন জাহিদ সোহাগ। ছড়া লিখেছেন রাসেল খন্দকার।রিভিউ লিখেছেন আমির খসরু সেলিম। অনুবাদ করেছেন অনীত রায়।

কবিতা লিখেছেন নিশাত জাহান রানা, প্রশান্ত হালদার, রজত হুদা, নাভেদ আফ্রিদী, আহমেদ শিপলু, দ্বিত্ব শুভ্রা, শ্যামলকুমার সরকার, ইসমত শিল্পী।

অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) লিটলম্যাগ চত্ত্বরে নান্দিকের স্টলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে।দাম ৫০ টাকা