লিটল ম্যাগাজিন বাঁশতলার আত্মপ্রকাশ


অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’র উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ ২০২২) বাঁশতলার আত্মপ্রকাশ উপলক্ষে লেখক আড্ডার আয়োজন করা হয়।বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে লিটল ম্যাগাজিন চত্বরে প্রাণবন্ত আড্ডায় উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, বুনন সম্পাদক খালেদ উদ-দীন, কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি কবির হোসেন তাপস, কবি আব্দুর রব, কবি পলি রহমান, আরিফা রহমান, সাদমান সজীব, বাঁশতলা সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, বাঁশতলার সহযোগী সম্পাদক শারমিন সুলতানা রুবি প্রমুখ।

আড্ডায় কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সাহিত্যের কাগজ বাঁশতলার সম্পাদক পরিশ্রম করে শুরুতেই মুন্সীয়ানা দেখিয়েছেন।এটি আগামীর সাহিত্যকে এগিয়ে নেওয়ার বেশ সম্ভাবনা রাখে।

কবি শাহীন রেজা বলেন, বাঁশতলা সম্ভাবনাময় একটি সাহিত্য পত্রিকা। এর সূচনা সংখ্যার নান্দনিকতা এই সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

কবি ফারুক সুমন বলেন, বাঁশতলা নবীন-প্রবীণের সমন্বয়ে সবদিক বিবেচনায় সমৃদ্ধ একটি সূচনা সংখ্যা প্রকাশ করা হয়েছে।আগামীদিনে আমরা বাঁশতলা নিয়ে আশাবাদী।

কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহ বলেন, প্রথম সংখ্যাতেই সম্পাদনার প্রশংসা রাখে। সূচনা সংখ্যার লেখকসূচিও সমৃদ্ধ।আশা করছি, বাঁশতলা আগামীদিনে সাহিত্যের গুরুত্বপূর্ণ কাগজ হয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বাঁশতলার সংখ্যাটি বইমেলায় বুননের ৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।