অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে দুই বাংলার সমকালীন ৫০ গল্প। এটি সম্পাদনা করেছেন সোহেল নওরোজ।গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। প্রকাশ করেছে ঐতিহ্য।
সংকলনে যাদের গল্প রয়েছে : অগ্নিমিতা দাস, অনির্বাণ বসু, অলোক সান্যাল, আনিফ রুবেদ, আশরাফুল ইসলাম, আশুতোষ দেবনাথ, ইশতিয়াক আহমেদ, ইশরাত তানিয়া, কেয়া চ্যাটার্জী, কিঙ্কর আহসান, গৌতম বিশ্বাস, জুনায়েদ খান, তনুশ্রী সাহা, দময়ন্তী দাশগুপ্ত, দীপক বিশ্বাস, পবিত্র মণ্ডল, পূর্বা কুমার, পূরবী বসু, ফাহমিদা বারী, বিনোদ ঘোষাল, মহুয়া সমাদ্দার, মারুফ কামরুল, মাসউদ আহমাদ, মুহাম্মাদ আসাদুল্লাহ, মৃত্তিকা মাইতি, মেহেদী ধ্রুব, মেহেদী হাসান তামিম, মোস্তফা অভি, মৌসুমী ঘোষ, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, রাজেশ কুমার, রুমকি রায় দত্ত, লতিফ হোসেন, লুৎফর হাসান, শরীফুল হাসান, শানজানা আলম, শ্যামলী রক্ষিত, সাদাত হোসাইন, সাদিক হোসেন, সাদিয়া সুলতানা, সাব্বির জাদিদ, সালমা সিদ্দিকা, সুবন্ত যায়েদ, সুব্রত বসু, সুরজিৎ মণ্ডল, সুস্মিতা জাফর, সোহেল নওরোজ, সৌরভ হোসেন, হাবিবুল্লাহ ফাহাদ, হামিরউদ্দিন মিদ্যা।