পাঠ প্রতিক্রিয়া ॥ এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে


যেকোন সংবেদনশীল মনকে নাড়া দেবে, দ্রোহের অনলে পোড়াবে আজ থেকে সাত বছর আগের ঘটে যাওয়া ঘটনায়।কী বিপণ্ন সময় ছিলো! অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে, সেক্যুলার চিন্তার বহিপ্রকাশ রুখতে, তাদের লেখনি স্তদ্ধ করতে একটার পর একটা হত্যাকাণ্ড ঢাকাকে খুনের শহরে এবং দেশকে নরকে পরিণত করেছিল।এ ছিল মুক্তিযুদ্ধের শেষের দিকের বুদ্ধিজীবী হত্যার মতো নীল নকশায় সাজানো ধারাবাহিকতা। অধুনাকালে এ ধারা শুরু হয়েছিল ২৭ ফেব্রুয়ারি ২০০৪ সালে লেখক ড. হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টার মধ্যদিয়ে।

একই সাম্প্রদায়িক শক্তি এরপর ২৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে মুক্তচিন্তার ব্লগার লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা এবং তার স্ত্রী রাফিদা রায়কে কুপিয়ে জখম করে।শুধুমাত্র মুক্তচিন্তার বই প্রকাশের দায়ে ‘জাগৃতি প্রকাশনী’র স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে হত্যা করা হয়। সেই ঘোর অমানিশায় পরবর্তী শিকারের তালিকা প্রকাশ হতে থাকে, কাফনের কাপড় প্রস্তত রাখতে উড়োচিঠি দেওয়া হতে থাকে। প্রকাশক ও কবি রবীন আহসান এর বাইরের কেউ নন। তারই ধারাবাহিকতায় মানসিক যন্ত্রণালদ্ধ অভিঘাতে কবি হৃদয়ে ‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে’ প্রার্থনার মতো ধরা দিয়েছে। নাম ভূমিকার এই দ্রোহের কবিতা কালের স্বাক্ষী হয়ে দীর্ঘ সময়ে ভাস্বর হবে।

ব্যাকরণ অনুসারে কবিতার ছন্দ কয়েক প্রকার যেমন, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও মুক্তছন্দ। আবার এগুলোর অনুসরণ বাদেই কবিতা হবে না কেন? কোন পক্তিমালা যদি পাঠকের হৃদয়ে অনুরণন তোলে, গেঁথে যায় মণিকোঠায়, তাও কবিতার মর্যাদা পাবে বৈকি!

কবি রবীন আহসান সময়কে জ্ঞান করেছেন, নাগরিক কবি হয়ে দ্রোহের আগুনে ঝলসানো ক্যানভাস এঁকেছেন।কোন কোন কবিতায় অনুপ্রাস, উৎক্ষেপন লক্ষ করে মনে হয়েছে তা স্বরবৃত্তে স্থান পেয়েছে।আবার কিছু অসাধারণ প্রেমের কবিতা লিখেছেন, যেমন ‘আমি পাখি বুঝি’তে প্রেমের ঘেরাটোপে না হেঁটে সরাসরি নিবেদন মূর্ত হয়েছে।তিনি করোনা থাবার বিপণ্নকালে নিঃসঙ্গ হৃদয়ে পাখি হয়ে মেঘে মেঘে উড়ে যেতে চেয়েছেন। সামাজিক-অর্থনৈতিক শ্রেণিবিন্যাস চেতনায় একসময় এদেশে সাম্যবাদ কেন স্থান পেল না, তার একটা হতাশা সংশ্লিষ্টদের কুরে কুরে খায়। কবি ‘কমরেড বদলে গেছে আপনাদের আকাশ’ কবিতায় তার প্রকৃত ব্যাখা দিয়েছেন।

কাব্যগ্রন্থে মোট ৪৭ টি কবিতা, তার মাঝে দ্রোহের কবিতা, প্রেম এবং প্রেম-দ্রোহের কবিতায় বিন্যাসিত করা যায়। তবে আমার কাছে ‘মুখোশ ভর্তি মানুষ চিনলাম না’ অসাধারণ জীবনবোধের সেরা কবিতা মনে হয়েছে। ‘শ্রাবণ প্রকাশনী’ হতে প্রকাশিত কবি রবীন আহসান এর কাব্যগ্রন্থ ‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে’ বিদগ্ধ পাঠকের হৃদয়ে দোলা দিবে।