মূল: হেলেন কার্টার
ভাষান্তর: রওশন হাসান
হৃদয়ের গহীনে ফিরে তাকাও-
নিজের মনের একান্ত গভীরে;
পুরানো তোমাকে নিশ্চয়ই
তুমি খুঁজে পাবে আপনার করে।
তোমার যে অংশ লুকিয়ে আছে
এবং তোমাকে খুঁজে পেতে চায় না;
বহুযুগ ধরে লুকিয়ে আছে
এবং ধরা দিতে চায় না ।
তুমি জানো হৃদয়ের অন্তস্থলে
আড়াল করে আছে একান্তেই
সে স্থান জুড়ে তুমি আছো
তোমাকে আড়াল করার জন্যই।
অন্তস্থের তোমাকে মুক্ত হতে দাও;
দৌড়াতে দাও, আরোহণ করতে দাও;
বাইরে বের হতে দাও, গাইতে দাও;
গহীন থেকে বের হতে দাও।
অনেকদিন ধরে লুকিয়ে আছে,
সেই পুরনো স্বয়ং তুমি;
কারণ দুঃখের সঙ্গে ছিল তোমার বসবাস,
ভুলে যাও সব এবং দৌড়ে বের হও তুমি।
নিশ্চয়ই পুরনো যা কিছু উপলব্ধি
সবই অম্লমধুর
একদিন জাগ্রত ছিল –
বীজবাসনায় ছিল ভরপুর।
বিস্ময়কর সেই তুমি
যে তুমি লুকিয়ে আছো গভীরে,
বের হয়ে এসো, দৌড়ে বের হও ;
অনুগ্রহ করে লুকিয়ে রেখো না অভ্যন্তরে।
যারা তোমাকে একান্তভাবে চেনে
এটা সত্য, তারা পুরনো তোমাকে খুঁজে ফেরে ;
এবং তারা দুঃখ প্রকাশ করে।
তারা শুধুমাত্র সর্বোপরি তোমার মঙ্গল কামনা করে।
তাই নিজেকে মুক্ত হতে দাও;
আনন্দিত হও, প্রফুল্ল রাখো তোমাকে।
অতীতে তোমাকে আঁকড়ে রাখতে দিও না-
যা ছিল নিরানন্দময় জীবনের বাঁকে।
পুরানো তোমাকে মুক্ত হতে দাও,
যে তুমি ছিলে আমাদের চেনাজানা ;
আমরা তোমাকে ভালোবাসতে এসেছি,
উজ্জ্বীবিত হয়ে নিজেই হও নিজের প্রেরণা।
ওহ, আমরা পুরানো টুকরো তোমাকে
মাঝে মাঝে দেখতে পাই
পুরাতন তুমি বিচ্ছুরণ ছড়াও
এবং আমরা উৎফুল্ল হই।
আমরা পুরনো তোমাকে খুঁজে ফিরি
সেই পুরনো খণ্ড তোমাকে ;
আমরা সেই আনন্দ খুঁজে ফিরি
সেই হাসির দিনগুলি হৃদয় ভরে রাখে।
ফিরে এসো সেই আগের পৃথিবীতে
সেইসব উন্মুক্ত দিনগুলো অম্লান
ফিরে এসো আমাদের পৃথিবীতে
আমাদের কাছে এখন যা দৃশ্যমান।
সেইসব প্রত্যাশার দিনগুলো,
সুখকর, এবং আনন্দক্ষণ
ভালোবাসায় ভরা পৃথিবী,
মন্দ-ভালোর অতীত জীবন।
পৃথিবী বদলাবে না।
এটা দুঃখজনক কিন্তু এটাই বাস্তবিক;
কিন্তু আমরা জানি তুমি পারবে
ফিরে এসো সেই তুমি আন্তরিক।
যে তুমি সবসময় আনন্দিত
এবং যা কিছু মহান তা ধারণ করেছো সর্বত্রই-
যে তুমি আশাবাদী
বিলম্বকে তুমি পরোয়া করোনি কখনোই।
অনুগ্রহ করো, তুমি কি ফিরবে না
সেই যে পুরানো তুমি অতুলনীয় ?
তুমি কি ফিরে আসবে না
যাকে আমরা একদা চিনতাম অবিস্মরণীয় ?
আমি বহুদিন আড়ালে ছিলাম
হৃদয় গভীরে লুকিয়ে থেকেছি।
আমি নিজের মধ্যে হামাগুড়ি দিয়েছি,
এবং আমি লুকাবার চেষ্টা করেছি।
আমি এখনো শিখছি
নিজেকে মুক্ত করতে ;
একদিন আমি শিখে যাবো
পুরোনো আমার মাঝে ফিরে যেতে।