দুটি কবিতা ॥ শামীম আজাদ


ছবি: ইন্টারনেট

সম্বিৎ
পাপ ও পুষ্পহারে মাথা পেতে দেই
হাড় খুলে তব রাঙা বাহুমূলে
সূর্য সানকিতে চোখ রেখে সখা
নিদ্রা যাই দীর্ঘ তফাতে দীঘি তলপেটে।
আমি ঘুমোতে যাই সাপের সিঁথিতে
ঘাম ও কামকণা মেখে প্রবল দ্বৈধতায়
তবু ঘুমোই তোমার বিদ্যুতে
তোমার চোখ চাবুকের ঘায়ে
আঘাতে প্রতিঘাতে।
সম্বিৎ পেয়ে বুঝি
যে ঘুম ঘুমিয়েছি রোজই
তারচেয়ে অনিদ্রাই হতো ঢের ভালো।

ফুটন্ত অস্ত্র
যুদ্ধ কারে কয়
পরদেশ গ্রাসিবার কালে
অসহ্য ও অসভ্য যাহা কিছু হয়,
যুদ্ধ শুধু তাহা নয়।
এ পৃথিবীতে প্রকাশ্যে বা নিভৃতে
ধর্ম, অর্থ, বিত্ত, ক্ষমতা ও সমতার নামে
যে অযাচিত আগ্রাসন হয়
যে ভয়ের আঘাতে প্রলয়ে বিপর্যয়ে
প্রত্যহ মহা মানবতার হয় মানবেতর ক্ষয়
এর প্রতিটিরেই রে ভাই মহাযুদ্ধ কয়
প্রতিটিতেই প্রাণঘাতি অস্ত্র ফুটে রয়।