আলোর ফেরিওয়ালা খ্যাত গ্রামে গ্রামে ঘুরে ছোট-বড় সবার দোরগোড়ায় বই হাতে পৌঁছে দেওয়া পলান সরকারের জন্মদিনে শিশুদের জন্য নান্দিক পাঠাগার আয়োজন করে বইপড়া ও বই বিতরণ কর্মসূচির।
সোমবার (১ আগস্ট ২০২২) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সোহরাওয়ার্দী উদ্যান গেটের উন্মুক্ত লাইব্রেরিতে এই কর্মসূচি পালন করা হয়।
নান্দিক পাঠাগার সভাপতি ইসমত শিল্পী বলেন, পালান সরকার নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার আন্দোলন গড়ে তোলেন।তার জন্মদিনে শিরোনামে আমরা শিশুদের বই পড়া ও বই বিতরণের আয়োজন করেছি।
বই পড়ার আন্দোলন গড়ে তোলার জন্য পলান সরকার ২০১১ সালে একুশে পদক পান।বিশ্বের ভিন্ন ভাষার প্রধান প্রধান দৈনিকে একযোগে পলান সরকারের বই পড়ার এই আন্দোলনের গল্প ছাপা হয়।
পলান সরকারের জন্ম ১৯২১ সালে।তার আসল নাম হারেজ উদ্দিন। তবে পলান সরকার নামেই তাকে চেনে সবাই।২০১৯ সালের ২ মার্চ তিনি মারা যান।