আবৃত্তি সংগঠন শব্দবৃত্তির আয়োজনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী আহসানউল্লাহ তমালের ৫০তম জয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই ২০২২) রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রাজধানী ও বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, সংগঠক, শিল্পীরা উপস্থিত ছিলেন।
আহসানউল্লাহ তমালের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক অঙ্গনে তার সংস্কৃতি চর্চার তিন দশকের বেশি সময় আন্দোলন-সংগ্রামের নির্লোভ-নির্মোহ কাজ করে যাওয়ার বিষয়টি তুলে ধরেন সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পষিদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, বাংলাদেশ বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা আশরাফুল আলম, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন তালুকদার, উপদেষ্টা মীর বরকত, যুগ্ম-সম্পাদক রাশেদ হাসান, আজহারুল হক আজাদ, মাসুদুজ্জামান, গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সদস্য সচিব আখতারুজ্জামান, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারুল চৌধুরী সুইট, পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, কবি শেখর বরণ, আব্দুল কাইয়ুম, ওপার বাংলার আবৃত্তিশিল্পী ও কাজী সব্যসাচী আবৃত্তি পুরস্কারপ্রাপ্ত সেলিম দুরানী বিশ্বাস, মৌ পাঠক সিংহ, সেলিম রেজা সাগর।