প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক প্রবীর বিকাশ সরকারের প্রবন্ধ সংকলন ‘জানা অজানা জাপান’ এর চতুর্থ খণ্ড।
গত ২ সেপ্টেম্বর (২০২২) প্রকাশিত গ্রন্থটিতে রয়েছে জাপানি হেমন্তের অজানা কথা, জাপানের হাইকু প্রসঙ্গে, স্বাধীনচেতা কবি য়ুন দোন-জু, কানেকো মিসুজু: প্রকৃতি আর মাতৃত্বের কবি, কবি উয়েদা কানায়ো এবং প্রতিভাবান গৃহহীন, সহজিয়া কবি শিবাতা তোয়ো, তাবাতা বুনশিমুরা লেখক-শিল্পী পল্লী ভাষার মাসে বাংলাপ্রেমী কাজুও আজুমা, নিওয়া কিওকো বাংলা সাহিত্যের অনুরাগী।
এছাড়া আরও বিষয় রয়েছে-এদো যুগের মহাজন সংস্কৃতি, বিস্ময়কর উকিয়োএ ছাপচিত্র, ওকাকুরা, নিহোন বিজুৎসুইন এবং জাপান-বাংলা সম্পর্ক, জাপানের অজানা গ্রন্থজগৎ, জাপানের পথেঘাটে ইতিহাস, হিরোশিমা-নাগাসাকি ধ্বংসের অন্তরালে, রাসবিহারীর জাপান প্রবাসের শতবর্ষ, পাল-শিমোনাকা স্মারকভবন , জাপানের সংবিধান পরিবর্তন প্রসঙ্গে, ১৫ আগস্ট জাপান ও বাংলাদেশে, সামুরাইদের কামাকুরা, এদো ওয়ান্ডারল্যান্ড বা এদোমুরা, কামি-গামির দেশ ইজুমো, কোএদোর পথে ফিরে দেখা জাপান, জাপান-ইউনেসকোর প্রচারপত্র: বাংলাদেশ, হাচিকো: এক প্রভুভক্ত কুকুরের কাহিনি।
বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইটির মূদ্রিত মূল্য ৫২০ টাকা।
উল্লেখ্য, জাপানে বসবাসরত প্রবীর বিকাশ সরকার প্রায় তিন দশকের বেশি সময়জুড়ে জাপানে বাংলাদেশের ঐতিহ্যকে নীরবে প্রচার করে যাচ্ছেন। ১৯৫৯ সালে সিলেটের সুনামগঞ্জ জন্ম নেওয়া এই লেখক জাপানি নাগরিক নোরিকো মিয়াজাওয়াকে বিয়ে করে সেখানেই থেকে যান।
তার প্রকাশিত বইগুলো হল- ‘সেই ঘরে সুন্দর’ (কবিতা), ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ (রাজনৈতিক ছড়া), ‘অবাক কাণ্ড’ (কিশোরমনস্ক ছড়া), ‘তালা’, ‘রাহুল’ (উপন্যাস), ‘জানা অজানা জাপান’ (প্রবন্ধ,৩ খণ্ড), জানা আনজানা জাপান (হিন্দি), জাপানের নদী নারী ফুল (প্রবন্ধ), ‘জাপানে গণিকা সংস্কৃতি’ (প্রবন্ধ), ‘রবীন্দ্রনাথ এবং জাপান: শতবর্ষের সম্পর্ক’ (প্রবন্ধ) ও ‘জাপানে রবীন্দ্রনাথ’ (প্রবন্ধ)।