প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের ম্যাগাজিন নান্দিকের নতুন সংখ্যা (সংখ্যা ৯, বর্ষ ৬, সেপ্টেম্বর ২০২২)। ‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’- এই শ্লোগানকে ধারণ করে কবি, সংগঠক ও লেখক ইসমত শিল্পীর সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে নান্দিক।
এবারের সংখ্যায় প্রবন্ধ লিখেছেন সরকার আবদুল মান্নান, সৈয়দা আইরিন জামান, আদনান সৈয়দ, এ এইচ জহিরুল ইসলাম এবং সরদার আরিফ উদ্দিন।
দীর্ঘ কবিতা লিখেছেন আনীত রায়।কবিতা লিখেছেন সরকার আমিন, আসাদুল্লাহ, সুশান্ত হালদার, অহনা রহমান, নুসরাত সুলতানা।
গল্প লিখেছেন মাসুদ সুমন, জাহিদ সোহাগ, পার্থ প্রতিম দে।শিশুসাহিত্য নিয়ে লিখেছেন ইমরুল ইউসুফ, মীর বরকত।
চলচ্চিত্র নিয়ে লিখেছেন সাইফ বরকতুল্লাহ।পাঠ অনুভূতি লিখেছেন এমদাদ রহমান।নিবন্ধ লিখেছেন ইমরান মাহফুজ।
এ সংখ্যার প্রচ্ছদ করেছেন ইসমত শিল্পী।দাম ১০০ টাকা।