কবিতা হয় না পুরো পড়া ॥ মনিরুজ্জামান প্রমউখ লিখেছেন: মনিরুজ্জামান প্রমউখ | ২০২২-১২-০৩ যা পারুক পেড়ে নিক পারুলেরা তৃঞ্চার ঘরে সঞ্চিত করুক সীমাহীন ব্যর্থতা যা অবশিষ্ট স্মৃতিপোষ্যে নিক বাণীশ্রোতারা সুমহান কণ্ঠে বর্ণিত করুক আগমনী বিরহগাঁথা। জীবন বহমানতার পাঠ্যপাতা পড়ে পড়ে হয় না পুরো পড়া