পৌষের সন্ধ্যায় কালির ‘পরানের গহীন ভিতর’


অনুষ্ঠানে সৈয়দ শামসুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন আনোয়ারা সৈয়দ হক৷ছবি: যোগসূত্র

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর ২০২২ (৯ পৌষ) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কালির আয়োজনে ‘সৈয়দ শামসুল হক পরানের গহীন ভিতর’ শীর্ষক অনুষ্ঠান।

রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কথাসাহিত্যিক ও কালির প্রেসিডেন্ট পাপড়ি রহমান। এরপর সৈয়দ শামসুল হকের গল্প, কবিতা, গান, নাটক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন কবি তুষার কবির, কথাসাহিত্যিক মেহেদী উল্লাহ এবং গল্পকার কামরুন নাহার শীলা।

অনুষ্ঠানে সৈয়দ শামসুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন তার স্ত্রী এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক৷ তিনি বলেন, সবার আলোচনা মুগ্ধ হয়ে শুনলাম। আসলে সৈয়দ হকের সাহিত্য নিয়ে আমি খুবই কম জানি।পঞ্চাশ বছর সংসার করেও বুঝতে পারিনি তাকে।এই কথা শুনে সৈয়দ হক হো হো করে হেসেছিলেন মৃত্যুর আগে। সবাইকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।কালিকে ধন্যবাদ।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক পাপড়ি রহমান বলেন, কালির আজকের এ আয়োজন ছিমছাম, গোছানো। ঘরোয়া আয়োজনের এই স্মৃতি ‘পরানের গহীন ভিতর’ রয়ে যাবে।এক বিকেলের সৈয়দ হক আমাদের কতো না বলার, আরও কতো কী বলার—পরানের গহীন জানে কেবল।

অনুষ্ঠানে পরানের গহীন থেকে পাঠ করেন কালির সদস্য লাবণ্য লিপি ও সালমা তালুকদার। সৈয়দ শামসুল হকের লেখা গান পরিবেশন করেন শারমীন জাহান শাম্মী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়লা মুন্নী।অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান জিনাত আরা জোনাকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মালেকা ফেরদৌস, লেখক ও সাংবাদিক লাবণ্য লিপি, কবি বিপুল অধিকারী, কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহ, আর জে এম নবী রনি প্রমুখ।