আমরা লিখি আমাদের ভালোবাসাকে জানানোর জন্য, বেঁচে থাকার জন্য: কামাল চৌধুরী


কবি কামাল আহমেদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার

এ বছর ‘স্তব্ধতা যারা শিখে গেছে’ কাব্যগ্রন্থের জন্য জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি কামাল চৌধুরী।তিনি সম্মাননার সঙ্গে পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তার হাতে তুলে দেওয়া হয় চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

পুরস্কারপ্রাপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে কবি কামাল চৌধুরী বলেন, ‘আমি খুব আনন্দিত, জেমকন সাহিত্য পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে আমাকে ভূষিত করা হয়েছে।বিশেষ কৃতজ্ঞতা জানাই জেমকন গ্রুপকে, তারা সবসময় শিক্ষা, শিল্প সাহিত্যে সহযোগিতা করে আসছে।আমরা লিখি আমাদের ভালোবাসাকে জানানোর জন্য, আমরা বেঁচে থাকার জন্য।

অনুষ্ঠানে জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ এবং কাগজ প্রকাশন ২০০০ সালে প্রথমবার তরুণ সৃজনশীল লেখকদের পাণ্ডুলিপি আহ্বান করে। সেই থেকে নির্বাচিত পাণ্ডুলিপিকে পুরস্কৃত করা হয়। ২০০৩ সালে প্রবর্তন করা হয় সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের প্রতিভাবান লেখকদের পুরস্কৃত করতে পেরে জেমকন পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

প্রতি বছর একটি শ্রেষ্ঠ গ্রন্থ নির্বাচন করা ‘আসলে খুবই কঠিন’ উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘এই কঠিনতম কাজটি আমাদের সম্মানিত জুরিদের মতামতের ভিত্তিতে সম্পন্ন করা হয়। সাহিত্যের সঙ্গে আমাদের পথচলা দীর্ঘদিনের। জেমকন পরিবারের পক্ষ থেকে আমরা সকল সময়ে শিল্প-সাহিত্যের সঙ্গে আছি, ভবিষ্যতেও নতুন নতুন লেখককে পাঠকের সামনে নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে কবি জয় গোস্বামী, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল উপস্থিত ছিলেন।