পারাপার পুরস্কার পেলেন দুই গল্পকার


ছবি: যোগসূত্র

পারাপার পুরস্কার পেলেন দুই গল্পকার।শনিবার (৭ জানুয়ারি ২০২৩) বগুড়া শেরপুরে এক অনুষ্ঠানে দুই গল্পকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ এর আয়োজনে পারাপার সম্পাদক নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি লতিফ আদনান। দ্বিতীয় বারের মতো এবার এই পুরস্কার দেওয়া হলো। এ বছর এই পুরস্কার পেলেন গল্পকার আনোয়ার রশীদ সাগর ও ইসরাত জাহান।

হাসানুর রহমান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ-সভাপতি লায়ন মো. আতিকুর রহমান মিঠু, বিশিষ্ঠ সংস্কৃতজন ডা. মো. রায়হান, ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. রাফসানা জাহান রিম্মী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, দৈনিক প্রথম আলোর শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে এই পুরস্কারের ভূয়সী প্রশংসা করেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, সাংবাদিক রঞ্জন কুমার দে, শফিকুল ইসলাম শরিফ, রাশেদুল হক, বাধন কর্মকার কৃষ্ণ, শফিকুল ইসলাম বাবলু, শুভ কুণ্ডু ও উত্তম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সুর সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম ও রোজিনা আলীমের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।