উপন্যাস স্নানের শব্দ ও কাব্যগ্রন্থ দরজায় আইভিলতা নিয়ে আলাপ


কালির পান্ডুলিপি করে আয়োজন অনুষ্ঠান। ছবি: যোগসূত্র

দরজায় কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা (২০২৩)। আসন্ন বইমেলায় প্রকাশিতব্য দুটি গ্রন্থ নিয়ে সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কালি আয়োজন করে ‘পান্ডুলিপি করে আয়োজন’।

গ্রন্থ দুটি হলো শাহনাজ মুন্নীর উপন্যাস ‘স্নানের শব্দ’ এবং সোহেল হাসান গালিবের কাব্যগ্রন্থ ‘দরজায় আইভিলতা’।

রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় অনুষ্ঠানে শাহনাজ মুন্নীর উপন্যাস ‘স্নানের শব্দ’ নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম।কবি সোহেল হাসান গালিবের কাব্যগ্রন্থ ‘দরজায় আইভিলতা’ নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ।

অনুষ্ঠানে গ্রন্থ দুটির লেখার পেছনের গল্প, বিষয়, প্রকাশনা নিয়ে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী ও কবি সোহেল হাসান গালিব।

অনুষ্ঠানে উপন্যাস ‘স্নানের শব্দ’ থেকে অংশবিশেষ পাঠ করেন কালির সদস্য ও সাংবাদিক লাবণ্য লিপি।কাব্যগ্রন্থ ‘দরজায় আইভিলতা’ থেকে কবিতা পাঠ করেন কালির সদস্য এ বাচিক শিল্পী লায়লা মুন্নী।

অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান জিনাত আরা জোনাকী।অনুষ্ঠান সঞ্চালনা করেন কালির সদস্য ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আফরোজা আকতার টিনা।

কালির প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক পাপড়ি রহমান অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।টেলিফোনে তিনি যোগসূত্রকে বলেন, এ বছরের প্রথম অনুষ্ঠান ‘পান্ডুলিপি করে আয়োজন’ দিয়ে আমরা শুরু করেছি।আমরা চাই এই অনুষ্ঠানের ধারাবাহিকতা আগামী বছরগুলোতেও বজায় থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মালেকা ফেরদৌস, কবি আবদুর রাজ্জাক, গল্পকার মো. রেজাউল করীম, কবি কাজী সুফিয়া আখতার, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, গল্পকার ইসরাত জাহান, কবি ও শিক্ষক সেঁজুতি জাহান, শিক্ষক মাসুদ হাসান, ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা মিতুল খান।