দরজায় কড়া নাড়ছে বইমেলা। আসন্ন বইমেলায় (২০২৩) প্রকাশিত হতে যাচ্ছে বিধান সাহার নতুন গ্রন্থ ‘অবিরাম বিস্মরণ’।গ্রন্থটি প্রকাশিত হবে বৈভব প্রকাশনী থেকে।এটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
গ্রন্থটি সম্পর্কে বিধান সাহা যোগসূত্রকে বলেন, ২০১৬ সাল।নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিক।শীতকাল।বইমেলার উত্তাপ শুরু হয়ে গেছে চারপাশে।এমনই একদিন কবি মাজুল হাসান শিল্প-সাহিত্যের ওয়েবম্যাগাজিন পরস্পরের জন্য কিছু কবিতা চাইলেন।পাবলিকেশন্সে যারা কাজ করেন তারা জানেন, এই সময়টায় কেমন ভয়াবহ ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হয়।বেশ কয়েকদিন সময় নিয়ে পরস্পরের জন্য তখন নতুন কয়েকটি কবিতা পাঠাই তাকে।যেখানে একটি কবিতার শিরোনাম ছিল ‘(বি) স্মরণ’।কবিতাগুলো যখন প্রকাশিত হয় দেখলাম একটি শিরোনামের অধীনে রেখে কবিতাগুলো সাজানো হয়েছে।মূল সেই শিরোনামটি ছিল ‘অবিরাম (বি) স্মরণ’।
বিধান সাহা বলেন, কবিতাগুলোর কারণেই এই শিরোনামটি আলাদা করে মনের ভেতর রয়ে গিয়েছিল।অধিকাংশ ক্ষেত্রেই আমার যেটা হয়, অনেকটা সময় লেগে যায় শুধু নাম নির্বাচন করতেই। কিন্তু ‘অবিরাম বিস্মরণ’ নাম নিয়ে সিদ্ধান্ত নিতে একদমই সময় লাগেনি। হ্যাঁ, তালিকায় আরও দুটি নাম ছিল।কিন্তু তা কেবলই রাখার জন্য।২০১৬ সালেই যে নাম নীরবে নির্বাচিত হয়ে আছে, তার জন্য বেশি আর ভাবতে হয়নি।
আমি নিশ্চিত নই, মাজুল ভাই-ই নামটি নির্বাচন করেছিলেন কি না। যেহেতু মাজুল ভাই কবিতাগুলো চেয়ে নিয়েছিলেন, ধারণা করি তিনিই এই নামটি দিয়েছিলেন। মাজুল ভাইয়ের কাছে এজন্য আমার শোধ-অযোগ্য ঋণ রইল।