ফারহানা রহমানের দ্বিতীয় গল্পের বই ‘শেষ কার্নিভাল’


ফারহানা রহমান। ছবি: ফেসবুক

দরজায় কড়া নাড়ছে বইমেলা।আসন্ন বইমেলা (২০২৩) উপলক্ষে প্রকাশিত হচ্ছে ফারহানা রহমানের দ্বিতীয় গল্পের বই ‘শেষ কার্নিভাল’।

মানুষের জীবন এক অপার-রহস্য।আর প্রতিটি মানুষই আসলে এক একটি বিস্ময়। ফলে তার জীবনবোধ যেমন আলাদা ঠিক তেমনই আলাদা প্রত্যেকেই তার চলনে-বলনে,চিন্তায়-চেতনায়।বিস্ময়কর এই মানবজীবনের গল্পগুলোও তো আলাদা।কত কত বিচিত্র গল্পই না লুকিয়ে থাকে মানুষের জীবনে।আর জীবনের সেসব লুকিয়ে থাকা নির্জীব গল্পগুলোকে জীবন্ত রূপ দেয় একজন গল্পকার।ঠিক তেমনই ফারহানা রহমানও শব্দ, বাক্য ও শব্দের ব্যঞ্জনার্থের মাধ্যমে তাঁর সুক্ষ পর্যবেক্ষণ শক্তি, কল্পনা ও গভীর অনুভূতি দিয়ে আমাদের চারপাশের চেনা-জানা এই জগতকেই এক ভিন্নরূপে উপস্থাপন করেছেন তাঁর ‘শেষ কার্নিভাল’ গল্প গ্রন্থটিতে।

এটি গল্পকারের দ্বিতীয় গল্পগ্রন্থ।এই গ্রন্থের গল্পগুলোতে ফুটে উঠেছে মানুষের জীবনের প্রেম-বিচ্ছেদ, প্রতারণা-প্রত্যাখ্যান, ভাঙন ও নিঃসঙ্গতা।জীবনকে কাছে ও দূর থেকে নানা পর্যায়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে ফারহানা রহমান তাঁর গল্পগুলোকে তৈরি করেছেন। গ্রন্থের গল্পগুলো পাঠের মাধ্যমে পাঠকের মন উদ্দীপ্ত হবে।

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। প্রকাশ করবে অনুপ্রাণন প্রকাশন।