বইমেলার প্রথম সপ্তাহে ৫২৮ নতুন বই প্রকাশিত


এক সপ্তাহ পার করলো একুশে বইমেলা। গত ১ ফেব্রুয়ারি (২০২৩) উদ্বোধন করা হয়েছিলো। ১ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রতিদিনই নতুন নতুন বই এসেছে মেলায়।

এবার একুশে বইমেলার প্রথম ৭ দিনে ৫২৮টি নতুন বই এসেছে। ৫ বছরের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন। ২০১৯ সালের বইমেলায় প্রথম ৭ দিনে ৮৩২টি নতুন বই এসেছিলো। ২০২০ সালে প্রকাশিত হয়েছিলো ৮৪১টি নতুন বই। আর করোনা বিঘ্নিত ২০২১ ও ২০২২ সালের বইমেলায় প্রথম ৭ দিনে এসেছিলো যথাক্রমে ৬৯১ ও ৬৯২টি নতুন বই। অর্থাৎ এবার প্রথম ৭ দিনে করোনাকালের মেলার চেয়ে অর্ধশতাধিক বই কম এসেছে।

সপ্তম দিনে অর্থাৎ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছে ১০৪টি। এর মধ্যে গল্পের বই ১৩টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধের বই ২টি, কবিতাগ্রন্থ ৩১টি, গবেষণাগ্রন্থ ২টি, ছড়ার বই ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৫টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধবিষয়ক বই ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণকাহিনি ১টি, ইতিহাস, রাজনীতি এবং চিকিৎসা বা স্বাস্থ্যবিষয়ক বই ১টি করে, বঙ্গবন্ধুবিষয়ক বই ১টি, রম্য/ধাঁধার বই ১টি, ধর্মীয় বই ১টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ১৩টি নতুন বই এসেছে।