নান্দিকের ষষ্ঠ বর্ষপূর্তি সংখ্যা প্রকাশিত


শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা নান্দিকের ষষ্ঠ বর্ষপূর্তি সংখ্যা (সংখ্যা ১০, বর্ষ ৭, ফেব্রুয়ারি ২০২৩) প্রকাশিত হয়েছে।

কবি ইসমত শিল্পীর সম্পাদনায় এ সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন- শ্রাবন্তী ভৌমিক, সুশান্ত চট্টোপাধ্যায়, সরকার আবদুল মান্নান, শান্তা মারিয়া, আসাদুল্লাহ্, সুরঞ্জন দত্ত চৌধুরী, হাসান গোর্কি, ইমরুল ইউসুফ, সুমন শামস, অনীত রায়, জাহিদ সোহাগ, জাহিদ হায়দার, আফসানা কিশোয়ার, শমিত সান্যাল, আহমেদ শিপলু, রজত হুদা, সিদ্ধার্থ অভিজিৎ, শাকিল রেজা ইফতি, খান মুহাম্মদ রুমেল, মোশতাক আহমদ, সাইফ বরকতুল্লাহ, দীলতাজ রহমান, শ্যামলকুমার সরকার, তৈশী ঘোষ।

এ সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছে, জীবন মানে গতি। সংস্কৃতি সেই গতিকে পরিশীলিত করে।জীবনকে নেড়েচেড়ে উল্টেপাল্টে বিচিত্রভাবে দেখতে সাহায্য করে।যে জীবন পুরোনোর ভিতে দাঁড়িয়ে নতুন সুন্দরকে স্বাগত জানায়, জীবনে সুন্দর ও সংস্কৃতির নতুন নতুন মাত্রা যোগ করে, সেই শিল্পিত জীবন আমাদের কাম্য।জীবনের মাঝে চাই নান্দনিক ছোঁয়া।যে সংস্কৃতির ছোঁয়া পেলে জীবন হয়ে ওঠে ছান্দিক, আমাদের প্রতিটি পদক্ষেপে চলায় বলায় প্রকাশ পায় শিল্প।সেই সংস্কৃতির আনন্দযোগে মিলিত হতেই আমাদের এই প্রয়াস।আমাদের ‘নান্দিক’ পাঠকের রুচিকে ছুঁতে পারলে আমাদের সার্থকতা। ‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’ আদর্শ ধারণ করে পথ চলে নান্দিক।শিল্প সাহিত্য সংস্কৃতির পত্রিকা হিসেবে নান্দিক বরাবরই স্বতন্ত্র একটি স্থান চিহ্নিত করতে চায়। ইতোমধ্যে নান্দিকের যে সংখ্যাগুলো প্রকাশ হয়েছে, তাতে আশা করি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পেরেছি। শিল্প সাহিত্য সংস্কৃতিচর্চা শুধু নয়, শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের জীবনচর্যায় ওতপ্রোতভাবে যুক্ত।শিল্প সংস্কৃতির চর্চা তখনই সার্থক যখন তার প্রভাব আমাদের যাপিত জীবনেও প্রতিফলিত হয়।জীবনের সর্বক্ষেত্রেই ‘নান্দিক’ এর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হোক, এটি একান্তভাবে প্রত্যাশা করি।এ বছর সাতে পা দিলো নান্দিক।দৈনন্দিন জীবনের হাজারো বাধা, অমসৃণ পথ পাড়ি দিয়ে এই চলমানতা অব্যহত থাকুক এইই চাওয়া।