বইমেলায় (২০২৩) প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক জাকির তালুকদারের নতুন গ্রন্থ ‘প্রিয় ১৫ গল্প’।
গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য (বইমেলায় প্যাভিলিয়ন নম্বর ২২)।গ্রন্থটি সম্পর্কে জাকির তালুকদার ফেসবুকে লিখেছেন, ‘আপনি হয়তো আমার কোনো গল্প পড়েননি।পড়া হয়ে ওঠেনি আর কী।তো যদি শুরু করতে চান যদি আমার গল্প পড়া, তাহলে এই বইটি হতে পারে আপনার জন্য সুবিধাজনক। আকারে ছোট।১৫টি গল্প।আমাদের পূর্বসূরিরা অসংখ্য উজ্জ্বল ছোটগল্প লিখে গেছেন।আমার গল্প কি সেইসব গল্পের অক্ষম অনুকরণ নাকি তাদের পাশে সামান্য হলেও নতুন কিছু যোগ করেছে, তা একটু যাচাই করে দেখার সুযোগ এই বইটি।হাঁড়ির একটি ভাত টিপে দেখার মতো।’