প্রকৃতিকে বিদায় বলছে শীত।শুরু হয়েছে পাতাঝরার গান।পাতাঝরার এমন দিনে বইছে ফাগুন হাওয়া।আর এ উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কালি আয়োজন করে ‘ফাগুন লেগেছে বনে বনে’।
অনুষ্ঠানটি হয়েছে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে।এটি ছিলো কালির ১৬তম আয়োজন।
কবি ও সংগীত শিল্পী সাকিরা পারভিন সুমার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালির প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক পাপড়ি রহমান।
কথা, গান, কবিতা গল্প ও আড্ডায় অংশ নেন আনোয়ারা সৈয়দ হক, দিলারা হাফিজ, দিলারা মেসবাহ, মালেকা ফেরদৌস, কাজী সুফিয়া আখতার, শামস আল মমীন, ফেরদৌস নাহার, মনি হায়দার, সোহেল হাসান গালিব, চঞ্চল আশরাফ, জুনান নাশিত, লাবণ্য লিপি, সারাজাত সৌম, সাবেরা তাবাসসুম, তুষার কবির, ,শাহনাজ নাসরীন, সাইফ বরকতুল্লাহ, ইসরাত জাহান, জিনাত আরা জোনাকী, শারমীন জাহান শাম্মী, শাহিনা মিতা, ফারজানা হাফসা, মাফরুহা অদ্বিতী, মাহাদী।
কালির ‘ফাগুন লেগেছে বনে বনে’অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হক বলেন, আমি ধন্য এমন একটি অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে। আমরা তো আজকাল শুনতে ভুলে গেছি।ফেসবুকে পড়ে আছি নিজেদের বিজ্ঞাপনে। সেখান থেকে বেরিয়ে এমন একটি নির্মল আড্ডা খুবই ভালো লেগেছে । এমন আয়োজন আরও বেশি বেশি হোক।
অনুষ্ঠানে দিলারা হাফিজ বলেন, চমৎকার এ অনুষ্ঠানে কবিতা ও গান ছিলো প্রাণহরা।এই এক জীবনের স্বাদ আজ পূর্ণ হলো আবির মাখামাখিতে।মনটা ফুরফুর করছিলো। ঋতুভিত্তিক এরকম আরও অনুষ্ঠান হোক কালির উদ্যোগে। শুভ কামনা নিরন্তর।
কালির প্রেসিডেন্ট পাপড়ি রহমান বলেন, আমরা ভার্চুয়াল দুনিয়ার বাইরে একেবারে নির্জলা আড্ডা দেবার তাগিদেই এই আয়োজন করার চেষ্টা করছি প্রতি বছর। সবার সম্মিলিত উপস্থিতি এ আয়োজনকে সমৃদ্ধ ও প্রাণবন্ত করেছে।সবাইকে বাসন্তী শুভেচ্ছা।