শিল্প সাহিত্যের অন্তর্জাল পরস্পরের আয়োজনে কথাসাহিত্যিক পাপড়ি রহমানের ‘আমার একলা পথের সাথি’ নিয়ে চমৎকার এক আলোচনা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৫ মে ২০২৩)।রাজধানীর পাঠক সমাবেশে সন্ধ্যাটি ছিলো বেশ ছিমছাম আর আন্তরিক আবহে ভরা।
অনুষ্ঠানে আলোচনা করেন আনোয়ারা সৈয়দ হক, জুনান নাশিত, চঞ্চল আশরাফ, মোহাম্মদ আজম ও মৃদুল মাহবুব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরস্পর-এর সম্পাদক কবি সোহেল হাসান গালিব।তিনি বললেন, ‘পরস্পর’ বইয়ের আলোচনা খুব বেশি করেনি। এ বইটি বিশেষ, কেননা করোনাকালে পাপড়ি রহমান যখন প্রথম কয়েকটি পর্ব পরস্পর-এ প্রকাশ করতে দেন তখন তিনি এর সাহিত্যমূল্য আবিস্কার করে লেখককে অনুরোধ করেন লেখাটি চালিয়ে যেতে। মহামারীকালে পুরো একটি বছর ধরে পাপড়ি রহমান তার একলা পথের সাথিদের বৃত্তান্ত লিখতে থাকেন, এভাবে মোট ৫০টি পর্ব লেখেন।
সোহেল হাসান গালিব ‘আমার একলা পথের সাথি’ গ্রন্থটিকে আত্মজৈবনিক আখ্যায়িত করেন, যাতে লেখকের বেড়ে ওঠার ইতিবৃত্ত, চারপাশের মানুষদের প্রতিচ্ছবি পাওয়া যায়। এটা এক ধরনের ডকুমেন্টারি।এ ধরনের লেখা প্রকাশের কিছু সামাজিক জটিলতাও আছে। তবে, ৪০/৫০ বছর পরে তা ঐতিহাসিক গুরুত্ব পায়।তিনি নারী লেখকদের মাঝে পাপড়ি রহমানকে লেখক, সম্পাদক ও সংগঠক হিসেবে প্রথমে ‘বিরল’, পরে ‘একমাত্র’ বলে প্রশংসা করেন।
অনুষ্ঠানে ‘আমার একলা পথের সাথি’ থেকে পাঠ করেন লাবণ্য লিপি ও লায়লা মুন্নী।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।