উস্কানিমূলক আনন্দে উড়ে যাচ্ছে গানের বাবল রিং
গানের বেলুন বিদেশি বাতাসে বুদবুদ ছড়িয়ে দিচ্ছে বাংলার সুবাস।হৈ হৈ
গানের অন্তরে অথবা অন্তরায় মিশে যাচ্ছে বিবিধ মিউজিক
হারমনিয়াম, ঢোল, ডুগডুগি,
তবলার তাল, বাঁশির সুর মিশে যাচ্ছে কোরাস গানে।মনে।
হৈ হৈ।
তালে তালে দুলে দুলে থেমে থেমে, থমকে,
আংশিক চমকে, আংশিক অভিনয়ে, আংশিক নৃত্যে
নানান চিত্তে; নানান ঢঙ্গে, রঙে, নানান অঙ্গ ভঙ্গিতে
দেহ-ই সঙ্গীতে মুগ্ধতায় মাতিয়ে তুলে- হৈ হৈ
ইন্দনদাতা
মহীতোষ তালুকদার তাপস উস্কিয়ে দিচ্ছে গানের বিস্ফোরণ,
এক্সপ্রেশন।হৈ হৈ।
উস্কানিমূলক হৈ হৈ উচ্চারণে জাগরণ জেগে উঠছে বাঙালি কোকিল
কত শত কণ্ঠে কণ্ঠ মিশে যাচ্ছে- সমবেত সঙ্গীত, বিবিধ মিউজিক
মানুষের মালা।
হৈ হৈ উস্কানিমূলক আনন্দে
তোমাদেক আঁচলের সাথে মিশে যাচ্ছে আমাদের গামছা!