রোমান্টিক উপন্যাস লিখছেন ম্যারি ট্রাম্প


ম্যারি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প একটি রোমান্টিক উপন্যাস লিখছেন।এ উপন্যাস রচনায় সহযোগিতা করছেন ই জ্যঁ ক্যারল।

নিউইয়র্ক টাইমস জানায়, ম্যারি ডোনাল্ড ট্রাম্পের বড় ভাইয়ের মেয়ে। তবে তিনি ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির কট্টর সমালোচকদের একজন।ম্যারি ডেমোক্র্যাটিক পার্টির সক্রিয় সমর্থক। ম্যারির নতুন উপন্যাস লিখতে পরামর্শক হিসেবে কাজ করছেন ই জ্যঁ ক্যারল।এটি এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ও রাজনীতিতে বেশ পরিচিত এক নাম।২০১৯ সালে ক্যারল অভিযোগ করেন যে, ১৯৯০-এর দশকের মাঝামাঝি একটি ডিপার্টমেন্ট স্টোরে তাকে যৌন নির্যাতন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।ক্যারল মানহানি ও যৌন নির্যাতনের জন্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন।

গত মাসে নিউইয়র্কের এক আদালতে ফ্যাশন ম্যাগাজিন এলির এই সাবেক কলামিস্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মামলায় জিতেছেন।আইনের অধ্যাপক জেনিফার টাউব উপন্যাসটি সম্পাদনার কাজ করছেন।ম্যারি ট্রাম্প, ক্যারল ও টাউব মহামারির সময় অনলাইনে নিয়মিত আলোচনা করেছেন।

তখন তারা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তারা একটি রোমান্টিক সিনেমার চিত্রনাট্য নির্মাণের কাজ করছেন।তবে সেই অলস সময়ের পর ম্যারি ট্রাম্প চিত্রনাট্যের পরিবর্তে উপন্যাস লেখার কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নেন।

ম্যারি ২০২০ সালে প্রকাশিত তার ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ’ লিখে ব্যাপক আলোচিত হন।সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন।ম্যারির এ উপন্যাসের নাম ‘দ্য ইতালিয়ান লেসন’।

উপন্যাসটি এক মার্কিন নারীকে কেন্দ্র করে আবর্তিত, যিনি টাস্কানিতে এক আঙুর বাগানের মালিকের সঙ্গে দেখা করেন।এর প্রথম কিস্তি গত ২ জুন (শুক্রবার) সাবস্ট্যাকে প্রকাশিত হয়।বছরজুড়ে এটি প্রকাশিত হতে থাকবে।