মৃদঙ্গ সাহিত্য সম্মাননা-২০২৩: কারা পাচ্ছেন


কামরুল বাহার আরিফ সম্পাদিত ছোটকাগজ মৃদঙ্গ-এর উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৃদঙ্গ সাহিত্য উৎসব ২০২৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।

এই উৎসবে সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তিন শাখায় মৃদঙ্গ সম্মাননা দেওয়া হবে।শাখাগুলো হলো: কবিতা, কথাসাহিত্য ও সাংবাদিকতা।

প্রথমবারের এই সম্মাননা কারা পাচ্ছেন-তা নিয়ে আলোচনা চলছে সাহিত্যপাড়ায়।ইতোমধ্যে মৃদঙ্গ সম্মাননা নিয়ে সাহিত্য-সাংবাদিকতা-সংশ্লিষ্টদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।সাহিত্যপ্রেমীরা কবিতায় মৃদঙ্গ সম্মাননার জন্য প্রাথমিকভাবে কয়েকজনেক এগিয়ে রাখছেন। তারা হলেন সৈয়দা আইরিন জামান, তুষার কবির, গোলাম কিবরিয়া পিনু, রকিবুল হাসান, মাসুদার রহমান, জাকির জাফরান, ইসমত শিল্পী।

কথাসাহিত্যে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হলেন আকিমুন রহমান, পাপড়ি রহমান, নাসরীন জাহান, সেলিম মোরশেদ, দিলারা মেসবাহ।

সাংবাদিকতা বিভাগে যাদের নাম আলোচনা হচ্ছে তারা হলেন- আবুল কালাম আজাদ, আনু মোস্তফা, শিবলী নোমান।বলা যায়, এখানে যাদের নাম উঠে এসেছে, তারা প্রত্যেকেই সম্মানিত হওয়ার দাবি রাখেন।কাকে রেখে কাকে দেওয়া হবে এই সম্মাননা; তা নিয়ে অবশ্যই ভাবতে হবে আয়োজকদের।কবিতায় যাদের নাম আলোচিত হচ্ছে, তারা কেউ কারও থেকে পিছিয়ে নেই।ফলে একজনকে নির্বাচন করা জটিল হয়ে পড়বে।এরপরও বিচারক তথা নির্বাচকদের নির্মোহভাবে যেকোনো একজনকেই বেছে নিতে হবে।

কথাসাহিত্যে কাকে দেওয়া যায়, এ নিয়ে গলদঘর্ম হতে হবে নিশ্চয়ই। যাদের নাম আলোচিত হচ্ছে, তারা সবাই সমান যোগ্য। তবে কে পাবেন কথাসাহিত্যে মৃদঙ্গ সম্মানানা, তা সময়ই বলে দেবে। আর সাংবাদিকতায় যাদের নাম এসেছে, তারাও সবাই সমান যোগ্য। তাহলে এখন? এখন শুধু অপেক্ষার পালা, কারা পাবেন মৃদঙ্গ সম্মাননা?