জোনাকী উৎসব ॥ দিলারা হাফিজ


এমন অঝোরে ঢলে পড়ছে আকাশ
দেখিনি এতটা স্বচ্ছ তাকে কতকাল!
চোখে তার জলাশয়,নির্বাক অহম
সবুজের হাতপাখা ধীরে ডাকে,ম-ম
বাতাস নিরবে গায় জীবনের গান…
মানুষের প্রাণ এক আশ্চর্য সম্পদ
হাজারো ক্ষণিক বেলা মিছেমিছি কাটে,
রাগে অভিমানে কত বিরহ বিচ্ছেদ-
আহা, বেঁচে থাকা, তবু এই বেঁচে থাকা
আঁধারে আলোর যৌথ জোনাকী উৎসব।