প্রকাশিত হয়েছে রহিত ঘোষালের প্রথম কাব্যগ্রন্থ ‘পীড়িত অববাহিকা’। গ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘কাগজের ঠোঙা’।গ্রন্থটিতে ৪২টি কবিতা রয়েছে।
পীড়িত অববাহিকা’ গ্রন্থটির পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ২৪ সেপ্টেম্বর ২০২৩।
ভারতের টালিগঞ্জে সোনাঝুরি ক্যাফেতে পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি সুমিতাভ ঘোষাল ও কবি রাজীব সিংহ, লেখিকা প্রিয়াঙ্কা গুহ ও সুপর্ণা দত্ত।
পীড়িত অববাহিকা
প্রকাশক : কাগজের ঠোঙা
প্রচ্ছদ: রাজীব দত্ত
দাম: ১০০ রুপি/টাকা।