চলে গেলেন কবিতাবিষায়ক ছোটকাগজ দূর্বার সম্পাদক, কবি গাজী লতিফ।তার বয়স হয়েছিল ৬২ বছর। তার বাড়ি গোপালগঞ্জে।
মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কবি-লেখকরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
কথাসাহিত্যিক জাকির তালুকদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এমন প্রাণবান মানুষ আমাদের সাহিত্যের জগতে আবার কবে আসবে, জানি না। তিনি দুঃসহতম সময়েও হাসতে পারতেন। শরীর ভালো কি খারাপ, তার পরোয়া না করে দেশের একপ্রান্ত থেকে ছুটে যেতেন আরেক প্রান্তে সাহিত্যের যেকোনো অনুষ্ঠানে। বাংলাদেশের সাহিত্যজগতের বোধ হয় শেষ অজাতশত্রু মানুষ।’
কবি শিহাব শাহরিয়ার লিখেছেন, দীর্ঘ পোস্ট, তিনি লেখেন, ‘মফস্বলে বসে সাহিত্যের খুঁটিনাটি তথ্যের সন্ধান রেখে প্রতিনিয়ত হেঁটে চলছেন গোপালগঞ্জের গাজী লতিফ।’
কবি খালেদ হোসাইন লিখেছেন, ‘কবি গাজী লতিফ, কবিতার জন্য অনেক কিছু করেছেন আপনি, আর কবিতার জন্যই কিছুই করতে পারেননি আপনি, কষ্টভোগ ছাড়া। আপনার জন্য আর কারও কিছু করার উপায় নেই, আত্মা যেন অনন্ত শান্তি পায়। শুধু বললেন না তো, মহাপ্রস্থানে যাচ্ছি, দুলাভাই!’
কবি গাজী লতিফ জাতীয় কবিতা পরিষদ গোপালগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি, বেসরকারি বিল্ড ফর নেশনের সহ-সভাপতি, খেলাঘরের সহ-সভাপতি এবং উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।