কিযী তাহনিনের নতুন গল্পগ্রন্থ ‍ইতি হেকমালন্তি


কিযী তাহনিন।ছবি: ফেসবুক

‌আগামী বইমেলায় (২০২৪) প্রকাশিত হতে যাচ্ছে কিযী তাহনিনের নতুন গল্পগ্রন্থ ‍ইতি হেকমালন্তি।

কিযী তাহনিন মঙ্গলবার (২০২৪) এক ফেসবুক পোস্টে বলেন,গল্প মানে তো শুধু হৈ হৈ চলমান ঘটনা নয়।স্থিরতার অন্দরমহলে যারা লুকিয়ে থাকে তারাও তো গল্প, না? সেই লুকোনো আলো আঁধারিতে চরিত্রেরা কেমন পাল্টে যায়, খোলস বদলায়, পাখা মেলে, ক্রোধে রক্ত জবা, হরষে অলকানন্দা আর প্রণয়ে নয়নতারা হয়ে ওঠে।তারা অদলবদল করে ঘর, রং, বেঁচে থাকার কৌশল, প্রতিদিনের স্থিরতায়, একটু একটু করে। নিত্যদিনের স্থবরিতা আর ধীরতার কানাগলিতে।কেউ সুচিত্রা সেনের সঙ্গী হয়ে ওঠে। অযথা রংচঙে এক জাদুকর।কিংবা লাভলী চাচির একান্ত প্রেমিক, কখনো ফ্ল্যাটবাড়ির গ্রিলে আটকে থাকা পোষা এক উটপাখি। দেশভাগের জালে আটকে পড়া গোলাপি মাছ আর মালাকরের ফুলকলিরা প্রতিদিনের একঘেয়ে ঘুনঘুন সুরেই খেলা করে, ঘুরপাক খায়, আর একটু একটু করে কবে যে তাদের রং পাল্টে যায়! কেউ হয়ে ওঠে আরো নির্লিপ্ত।লড়াকু, সুলতানপুরীর মতন, আর কেউ হেকমত আর মালন্তির মতন প্রেমিক।
স্থিরতার ভাঁজে যে গল্পেরা জমে তারাই লিখেছে
ইতি
হেকমালন্তি

বইটি প্রকাশ করবে পাঞ্জেরী পাবলিকেশনস। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।