আগামী বইমেলায় (২০২৪) প্রকাশিত হতে যাচ্ছে রুখসানা কাজল অনূদিত আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প।গ্রন্থটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা গল্পকার প্রকাশনা।এটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ।
আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প-এটি একটি অনুবাদ বই।আফগান নারী লেখকদের লেখা কয়েকটি গল্পের সমাহার।গল্পগুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।গল্পগুলো আফগানিস্তানের নারীদের শঙ্কা, আশঙ্কা, শরণার্থী জীবনের যন্ত্রণা, যুদ্ধের ভয়াবহতা এবং নারী জীবনের একান্ত কিছু ব্যথা নিয়ে লেখা।