ভারতের পশ্চিমবঙ্গের লেখক পঙ্কজ কুমার চ্যাটার্জি এবারের (২০২৪) ‘রোমাঁ রোলাঁ বুক প্রাইজ’ পেয়েছেন।ফরাসি ঔপন্যাসিক জাঁ দানিয়েল বালতাসার লেখা উপন্যাস ল্য দিভঁ দ্য স্তালিন-এর বাংলা অনুবাদ স্তালিনের ডিভান বইটির জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
আগামী এপ্রিলে (২০২৪) প্যারিস বইমেলায় পঙ্কজ কুমার চ্যাটার্জির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। স্তালিনের ডিভান বইটি প্রকাশ করেছে কলকাতার নিউ ভারত সাহিত্য কুটির।
বইটিতে সাবেক সোভিয়েত নেতা স্তালিনের জীবনের শেষ তিন বছরের ঘটনা স্থান পেয়েছে।২০১৭ সাল থেকে ভারতের ফ্রেঞ্চ ইনস্টিটিউট এ পুরস্কার দিয়ে আসছে। মূলত ফরাসি ভাষায় লেখা উপন্যাসের ইংরেজিসহ যেকোনো ভারতীয় ভাষায় করা সেরা অনুবাদকে পুরস্কারটি দেওয়া হয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস