বাংলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিন ও সাময়িকী কিনবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার।
সোমবার (৬ মে ২০২৪) গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এবং ম্যাগাজিন ও সাময়িকী ক্রয় কমিটির আহ্বায়ক শেখ মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক
সংভাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিন ও সাময়িকীর সম্পাদক এবং প্রকাশকদের কাছ থেকে কিনতে তাদের প্রকাশিত লিটল ম্যাগাজিন ও সাময়িকীর নাম, সংখ্যা, মূল্য (কমিশন যদি থাকে) তালিকা পত্রযোগে বা ই-মেইলে আগামী ১৫ মে এর মধ্যে আহ্বান করা হয়।ই-মেইল ঠিকানা sheikhjalaluddin@gmail.com।