অমীমাংসিত সত্য শরণার্থী শিবিরে
দ্বিধান্বিত মগ্নতায় মেঘের মননে
নুন ছিটিয়ে ঝরাতে চায় বৃষ্টি-আর
তাতে কী এমন এসে যায় আমাদের।
অনিবার অভিসারে যাইনি কখনো
বাহুপাশ কিংবা চুম্বনের সীমারেখা টানা
বোধহয় স্বস্তিকর হতো এমন হলেই
এখন প্রতি মুহূর্তেই হয়ে যাই লুটপাট।
অনাবাদি পরম্পরা আমরা দুজনে
উত্তর মেরু অথবা দক্ষিণ মেরুর
নক্ষত্রের সীমানায় আলোর সিঁড়িতে
জলকেলিতে অবাধ-জলের নিক্কণে
বাজে তবে বেথোভেন স্বস্তির প্রশ্বাসে।