ছায়াতাড়িত মানুষ ॥ নাসরীন জাহান


চিত্রকর্ম: সমর মজুমদার

যে চলে যায় জীবন থেকে
গন্ধ পর্যন্ত না রেখে সেকী ছিল কোথাও?

অথচ সে ছিল। শ্যাওলার বাকলে এঁকেছিল পরাণকাব্য,
জল থেকে বরফ খসে পড়ে, নড়ে উঠেছিল রোদ সানকির জলে।

তীব্র যাতন ছুড়ে দ্রোহে ফেটে পড়ত প্রায়শ।
তখন নিজের কাহারা বাজাত না বাতাসেরা,
ঠিকরে উঠত সে তীব্র অবিচারে।
তার ছায়া হনহন জলাশয় কিংবা পাথরের সাথে ধাক্কা খেত।
আলো জ্বেলে উঠতো ফসলের দিনগুলির। বউ ছিল শিশু ছিল-
সে জীবনের মুখে তীব্র জীবন ছুড়ে দিয়ে ধীরে ধীরে অতলে
তলিয়ে গ্যালো।

ছায়াতাড়িত পৃথিবীতে
ছায়ামাত্র না রেখেই।

[ কবিতাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া ]