ফজল হাসানের অনুবাদে ভিনদেশের সেরা দুই ডজন গল্প


প্রকাশিত হলো ‘ভিনদেশের সেরা দুই ডজন গল্প’।এই সংকলনটি ভূমিকা ও অনুবাদ করেছেন ফজল হাসান। ভিনদেশের স্মরণীয়-বরণীয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন লেখক থেকে শুরু করে স্বল্প পরিচিত, কিন্তু প্রতিভাবান তরুণ লেখকদের নানান স্বাদের এবং আলাদা মেজাজের চব্বিশটি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে ‘ভিনদেশের সেরা দুই ডজন গল্প’ সংকলনটি।

এই সংকলনের গল্পগুলোকে তিনটি পৃথক পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আছে চার দেশের পাঁচজন নোবেল পুরস্কার বিজয়ী লেখকের আটটি গল্প—রাশিয়ার ইভান বুনিন, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্নেষ্ট হেমিংওয়ে ও টনি মরিসন, মিশরের নাগিব মাহফুজ এবং পোল্যান্ডের ওলগা তোকারজুক রয়েছেন এই তালিকায়।

দ্বিতীয় পর্বে রয়েছেন তিন দেশের তিনজন ম্যান বুকার পুরস্কার বিজয়ীর চারটি গল্প—নাইজেরিয়ার বেন ওকরি, কানাডার মার্গারেট অ্যাটউড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ স্যন্ডার্স রয়েছেন এই তালিকায়।

তৃতীয় পর্বে রয়েছে ছয় দেশের নয়জন লেখকের বারোটি গল্প। এরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেট চপিন, জয়েস ক্যারল ওটস্, শারম্যান আলেক্সি, লুসিয়া বার্লিন, ইজরায়েলের এটগার কেরেট, নেপালের বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা, নয়নরাজ পান্ডে ও দিলীপ আচার্য্য, ভারত বংশোদ্ভূত কানাডিয়ান অনুকৃতি মিশ্র, ভূটানের পেমা চইডার এবং মালদ্বীপের মাদুলু ওয়াহিদ ।

পাঠকের সুবিধার্থে প্রতিটি গল্পের শুরুতে গল্পকারের পরিচিতি ও সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে, যা গল্পকার সম্পর্কে উৎসুক পাঠকের মনে সামান্য ধারণা দিতে সক্ষম হবে। এছাড়া প্রতিটি গল্পের শেষে রয়েছে গল্পসূত্র।

‘ভিনদেশের সেরা দুই ডজন গল্প’ গ্রন্থের প্রতিটি গল্পেই গল্পকারের দেশ এবং সময় ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মূল্যবোধ ও ঘাত-প্রতিঘাতের বিষয় ফুটে উঠেছে। প্রতিটি গল্পের দীর্ঘ আলোচনা বা সমালোচনা, এমনকি চুলচেরা বিশ্লেষণ না করে বাছাইকৃত কয়েকটি গল্পের সারকথা বা মূল বিষয় এবং অসাধারণ বৈশিষ্ট্য অতি সংক্ষেপে আলোকপাত করা হয়েছে ভূমিকায়।

বইটি প্রকাশ করছে ‘দিব্য প্রকাশ’, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।