বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। কবিতার মতো তিনি গদ্যেও অসাধারণ, ইস্পাত কঠিন শানিত। বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির অপতৎপরতার বাস্তবানুগ তথ্যচিত্রের এক সমৃদ্ধ ফিকশন তাঁর ‘গাছ খুন’।
উপন্যাসের প্রধান চরিত্র মুক্তি। মাদ্রাসার শিক্ষার্থী মুক্তি নেতার নির্দেশে অভিযাত্রা শুরু করে রাজধানী অভিমুখে আরও হাজার মুক্তির সাথে। তারপর সবকিছুই তার কাছে বিস্ময়- শহরের নিরীহ প্রাণ গাছগুলো কাটার তাণ্ডব, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে পলায়ন, বক ধার্মিক নেতাদের অসত্য বয়ান, জীবিত মুক্তিকে মৃত দাবি করে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখা। -একদিন এসব কিছু থেকে মুক্তি পেতে চায় মুক্তি। বেরিয়ে আসে সাম্প্রদায়িক রাজনীতির লোমহর্ষক দৃশ্যপট।
অসাধারণ দক্ষতায় কথাশিল্পী সাইফুল্লাহ মাহমুদ দুলাল সাম্প্রদায়িক রাজনীতির বিভৎস চিত্র চিত্রায়িত করেছেন গাছ খুন কিশোর উপন্যাসে।
বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। সারাদেশের বুকস্টোরসহ অভিজাত বই বিপণিকেন্দ্র পাওয়া যাচ্ছে বইটি।