সাহিত্য অকাদেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই সম্মান অকাদেমি সেই সাহিত্যিকদেরই জানায়, যারা সংস্থার মতে ‘অমর সাহিত্যের স্রষ্টা’। সে হিসেবে দেখলে, এটি অকাদেমির সর্বোচ্চ সম্মান।
শীর্ষেন্দুর সঙ্গে আরও ৭ জন ভারতীয় লেখককে এই সম্মান জানায় সাহিত্য অকাদেমি। বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যিক রয়েছেন সেই তালিকায়। রয়েছেন ইংরেজি ভাষার সাহিত্যিক রাসকিন বন্ড, মরাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডেও।
শীর্ষেন্দু তার সৃষ্টির জন্য একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। যার মধ্যে রয়েছে বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কারও।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার