১.
– হ্যালো, তুমি ফোন দিয়েছিলে? বাট ওই সময় বসদের সঙ্গে ছিলাম। ফোন ধরতে পারিনি। জানো তো, গত কয়টা মাস খুব প্যারায় আছি। করোনা মাথা নষ্ট করে দিলো।
২.
– এই তো বাসে উঠলাম। অফিস থেকে বের হইছি দেরিতে। ধরো আরও হাফ এন আওয়ার। চলে আসব।
৩.
– তুমি কী আমার নম্বর দিয়েছিলে? অফিস থেকে মেসেজ পেলাম। আরে নাহ!। বাসে বাসায় ফিরছি। তুমি কোথায় আছো আমি কীভাবে বলবো।
এই ব্যস্ত নগরে সবাই ছুটছে। মানুষের মধ্যে খুব টুকরো টুকরো অসংখ্য মানুষ, ছুটছে তো ছুটছেই
৪.
বাস যাচ্ছে। বাসে সবাই ব্যস্ত। চার নম্বর সিটে বসার পরই দেখতে পেলাম ফোনে কথা বলছেন যাত্রীরা। উপরের কথােপকথন শুনতে শুনতে নিজের ফোনটা অফ করে জিন্সের প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে আকাশ দেখছি। বাস যাচ্ছে। আজ চাঁদটা দারুণ আলো ছড়িয়ে দিয়েছে।
৫.
বাস থেকে যখন নামলাম তখন প্যাট অনেকটাই খালি। কিছুক্ষণ হেঁটে পরপর তিনটি হোটেলে গেলাম, কোনও খাবার পেলাম না। আরও কিছুদূর হাঁটলাম। অবশেষে ছােট্ট একটা খাবারের দোকান পেলাম। ওখানে ডিনার শেষে যখন বাসায় ফিরছিলাম, তখন মনে পড়ে গেলো বাস যাত্রীদের কথোপকথন। এই ব্যস্ত নগরে সবাই ছুটছে। মানুষের মধ্যে খুব টুকরো টুকরো অসংখ্য মানুষ, ছুটছে তো ছুটছেই।