শরৎ আকাশ
নীল আকাশজুড়ে সাদা মেঘ
ভেসে বেড়ায় আপন মনে,
যেন চঞ্চলা উচ্ছ্বল ষোড়শী।
কখনো,
অষ্টাদশীর লাজুক নয়নে
উদভ্রান্ত ছুটে চলা, যেন দিশাহরী।
টানাটানা আঁখিতে কাজল মেখে হয় কালো মেঘ
ঘনকালো সেই আঁখি বেয়ে নামে
এক পশলা বৃষ্টিও।
পরক্ষণেই খিলখিল হাসিতে
ঝলমলিয়ে উঠে আকাশখানি।
যেন সে সদ্যফোটা এক গোলাপরাণী।
রোদ-বৃষ্টির এমনই খেলায় মাতে শরৎ আকাশ
রাত্রিতেও তার কমতি নেই স্বচ্ছতার
যদি তাতে শোভা পায় এক ফালি চাঁদ
তবে আর পায় কে তারে
লাস্যময়ী শরৎ আকাশ।
শরৎ শশীর ফোয়ারায় অবগাহন করে
পৃথিবীর জোছনাপ্রেমী মনুষ্যকুল।
উচাটন মন তাদের হয় ব্যাকুল।
প্রেমহীন বন্ধন
একবার নিজেকে পরীক্ষা করো তো
সত্যিই কি আমায় বাসো ভালো?
বলো তো, এখনও আগের মতোই টান অনুভব করো?
নিঃশ্বাসে আমার ছোঁয়া পাও কি?
না কি সব অনুভূতি উবে গেছে,
ছিলো কি সবটা-ই মোহ?
মায়া কিংবা ভালোবাসা নেই,
আছে কি শুধু অভ্যাস?
তবে কি প্রেমহীন তুমি-আমি
দুই মেরুতে বাস?
অথচ প্রেমময় দুটি হৃদয়
একই বাঁধনে বেঁধেছিলাম দুজন,
এখন তবে কাজ কি আর
ধরে রাখা প্রেমহীন বন্ধন?