শরৎ তোমায় লিখছি
তোমার কথা ভাবতে ভাবতে
যায় দিন যায় চলে,
এক্ষুণি কি ফঁটলে ফুল হয়ে তুমি
হেমন্ত শেষে এই শরতে
তোমার অবয়ব দেখে হৃদয় জুড়ালো
হারিয়েছি তোমাতে আমি,
তুমি ছাড়া চলে না একটি দিনও,
এতটুকু বৃষ্টির জলে হৃদয় জুবলো
আজ শরতের এই মিষ্টি আকাশে।
কাশফুল, ঘাসফুল ফুটে আছে থরে থরে
তোমার আমার মিলন হলো বুঝি
শরতের এই শান্ত বিকেলে
এসাে এসো,ভালোবেসে হে শরৎ
আমার হৃদয়ের আঙ্গিনায়।