বিশ্বের উন্নত-অনুন্নতনির্বিশেষ সব দেশের সব সমাজের নারী-সদস্যকে যে বিভীষিকার সম্মুখীন হতে হয়, তার নাম ধর্ষণ। বাংলাদেশের সমাজেও এই বিভীষিকা থেকে মুক্ত হতে পারেনি নারী। এই পটভূমিতে এবার নতুন একটি উপন্যাস লিখছেন মোহিত কামাল।
ডাঙায় ডুবোজীবন নামে এ উপন্যাস শিগগিরই প্রকাশিত হবে প্রথমা প্রকাশন থেকে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বীথি কৈশোরে ধর্ষণের শিকার হয়। এ দুর্ঘটনা তার জীবনকে ম্লান করে দেয়। তবে তার পাশে দাঁড়ায় তার পরিবার। পরে বিয়ে করে বীথি। এরপর তার জীবনে শুরু হয় নতুন সংকট।
উপন্যাস প্রসঙ্গে মোহিত কামাল বলেন, এই উপন্যাসে আমি বিভিন্ন চরিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন সংকট চিহ্নিত করার পাশাপাশি তা থেকে উত্তরণের একটা পথও খোঁজার চেষ্টা করেছি।
মোহিত কামাল কথাসাহিত্যে সুপরিচিত এক নাম। তিনি পেশায় মনোচিকিৎসক। একাধারে তিনি সাহিত্যচর্চায় মানসিক স্বাস্থ্য বিকাশে নিয়োজিত। গল্প, আখ্যান, শিশুসাহিত্য মিলে ৫০-এর অধিক গ্রন্থ রচয়িতা। ২০১৮ সালে সাহিত্যে অবদানের জন্য অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এছাড়াও অভিনন্দিত হয়েছেন সমরেশ বসু সাহিত্য পুরস্কার (২০২০), অগ্রণী ব্যাংক-শিশুসাহিত্য পুরস্কার (২০২০), সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৪), এ ওয়ান টেলিমিডিয়া অ্যাওয়ার্ড (২০০৮), বেগম রোকেয়া সম্মাননা পদক (২০০৮), স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার (১৪১৬), এম. নুরুল কাদের সাহিত্য ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১২)।
লুইপা’র কালসাপ, চোরাগলি, সুস্মিতার বাড়ি ফেরা, বিষাদনদী, পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বরসহ উপন্যাস ১৯টি। ঈর্ষার ঘোরমগ্ন সময়, চাবি, উড়ালমনসহ ১০টি গল্পগ্রন্থ। দুরন্ত দুখুসহ ৭টি কিশোর উপন্যাস। মানবমনের গতিপ্রকৃতি, মানবমনের উৎকণ্ঠা, মনোসমস্যা বিশ্নেষণসহ লিখেছেন কয়েকটি প্রবন্ধগ্রন্থ। এছাড়াও রয়েছে আরও কয়েকটি গ্রন্থ। সম্পাদনা করছেন শিল্প সাহিত্যের কাগজ শব্দঘর।