এলোমেলো করে ॥ আবু আফজাল সালেহ


এলোমেলো করে

আমাকে তছনছ করে ভোরের আলো, সবুজ ঘাস
তোমার কালো চুল, এলোমেলো চোখ
বর্ষা-নদীর ঘোলাস্রোত, হেমন্তের সোনালি খেত।

আমাকে তছনছ করে পৌষালি সূর্যের পাপড়ি
ভাদরের ইলিশ, শ্রাবণ-সন্ধ্যার ঝরনার স্রোত
কার্তিকের ভরা-জ্যোৎস্না, চৈতালি ফসল।

আমাকে এলোমেলো করে বটের ছায়া
কৃষ্ণচূড়ার ডালের টিয়া, ভাঙা মেঘের শরতের আকাশ
ক্লান্ত দুপুরের ঘুঘুর ডাক, পাহাড়ি পথ, শিমুল বন।

স্বভাব ও খাসলত
জ্যোৎস্নাগুলো কিনব বলে থলে নিয়ে গেলাম
আজকাল জ্যোৎস্নাও চুরি হয়, বেশ চুরি হয়-
জানা ছিল না তা।

বাজার থেকেই লুট হতে হতে
একদম প্রায় ফাঁকা হয়ে গেছে-
খালি থলে নিয়ে ফিরেই এলাম।

জ্যোৎস্নারা লুট, চুরি হয় চুরি
ছিনতাই হয় পচা, এঁদো কাদা।
খাসলত আর স্বভাব বদল করা যায় কিনা!