অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে হাসান ইমতিয়াজের প্রথম কাব্যগ্রন্থ ‘ভুলে যাও এইবেলা’। বইটি প্রকাশ করেছে হরিৎপত্র প্রকাশনী।
বইটির প্রচ্ছদ করেছেন শ ই মামুন। দাম ১৮০ টাকা। বইমেলায় প্রকাশনীর ৪৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
তরুণ কবি হাসান ইমতিয়াজ পেশায় শিক্ষক। পাশাপাশি লেখালেখি ও সম্পাদনা করে থাকেন।