স্থির জলে ভাসমান চিত্রকল্প
শিশিরের আয়নায় প্রতিবিম্ব এঁকে যায় আকাশ।
স্থির জলে সশব্দে পাখা নেড়ে সাঁতার কাটে বালিহাঁস।
বাতাসের গায়ে কান পাতি
শুনি, তাদের বুকের ভেতর গাঢ় ব্যথা।
কোথায় কোন হ্রদে রেখে এসেছে মায়া।
সোনালি গাছের আড়াল থেকে কুঁয়াশা ভেঙে
উঁকি দিয়ে চলে গেছে আলো।
জুবুথুবু আমি অনন্ত ঘুম শেষে জেগে উঠে দেখি
বদলে গেছে ঋতু।
অথচ, জীবন চলমান।
চন্দ্রদিঘি
কে আর বোঝে দুঃখ আমার
কে আর বোঝে বল
বুকের মাঝে চন্দ্রদিঘি
করে না কোন ছল।
সেই দিঘিতে ডুব দিলে যে
সময় থমকে যায়
আমার মাঝে আমায় নিয়ে
বেড়াই ডিঙি নায়।
আবেগ যেন পাগলা ঘোড়া
কেবল ছুটে চলে
নিজেই নিজের বন্ধু হয়ে
হারাই সকল ভুলে।
অলঙ্করণ: নূরুল আসাদ