অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে নাহিদ আক্তার সাথীর প্রথম থ্রিলার উপন্যাস ‘অভিশপ্ত ছায়া’। বইটির প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান। এটি প্রকাশ করেছে প্রতিলিপি প্রকাশন। ইমেলায় পাওয়া যাচ্ছে পরিবার পাবলিকেশন্সে (স্টল : ৪২২/৪২৩)।
লেখক নাহিদ আক্তার সাথী বলেন, এটি আমার লেখা প্রথম উপন্যাস। প্রথম বই প্রকাশের অনুভূতি অন্যরকম।
এর কাহিনি সংক্ষেপ: পরিবারে যদি নারীরা অবহেলিত হয়, প্রাপ্য সম্মান না পায়, তবে পরিবারের সন্তানও সে শিক্ষাতেই বেড়ে ওঠে। আবার ভুল মানুষের বন্ধুত্ব জীবনকে ভুল পথে পরিচালিত করে। সন্তানের সাথে বাবা-মায়ের দূরত্ব মাঝে মাঝে ভয়াবহতায় রূপ নেয়। আবার অতিরিক্ত প্রাপ্তি সন্তানকে সঠিক মূল্যবোধের শিক্ষা থেকে বঞ্চিত করে। আশরাফ আহমেদ এবং রাবেয়া আক্তার দম্পতির একমাত্র কন্যা শায়লা। বই পড়ুয়া শায়লা শহরের যান্ত্রিকতায় বেড়ে উঠেও ঠিক শহুরে হয়ে উঠতে পারেনি।সরল রেখায় চলতে থাকা জীবনে হঠাৎ করেই নেমে আসে শাহেদ নামের অভিশাপ। গল্পটা শুধু শায়লার নয় গল্পটা স্বর্না, সিন্থিয়া বা তাদের মতই আরও অনেক ভূক্তভোগীদের।যাদের জীবনে ঘোর অমাবশ্যা হয়ে আসে শাহেদ, টিটো, পলাশ আর রাসেল নামের অভিশপ্ত ছায়ায়। গল্পটা একটি প্রেমের। পৃথিবীতে কিছু ভালো মানুষ থাকে যারা প্রকৃত অর্থে ভালোবাসতে জানে। রাজিবও তেমনি একজন। শেষ পর্যন্ত কি হয়েছিলো শায়লা, স্বর্না বা সিন্থিয়ার জীবনে? অভিশপ্ত ছায়া সরে সূর্যালোকের আলোয় পৃথিবী আলোকিত হয়েছিলো কী?..