নতুন বই ॥ যৌবনটাই জীবন নয়


অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রকিবুলের হাসানের সম্পাদনায় নতুন গ্রন্থ যৌবনটাই জীবন নয়।

গ্রন্থটি সম্পর্কে রকিবুল হাসান বলেন, বাংলা সাহিত্যে ১৯৫০-৭০ এই তিন দশকের তুমুল জনপ্রিয় ঔপন্যাসিক আকবর হোসেন। তাঁর উপন্যাস অবাঙ্ছিত, কি পাইনি, দুদিনের খেলাঘরে, মোহমুক্তি, ঢেউ জাগে, মেঘ বিজলী বাদল, নতুন পৃথিবী প্রভৃতি।

তিনি বলেন, তাঁর প্রায় সবগুলো উপন্যাসই ব্যাপক পাঠপ্রিয়তা লাভ করেছিল। তাঁকে নিয়ে গবেষণা করতে গিয়ে একসময় আবিষ্কার করি তাঁর অপ্রকাশিত নাটকের পাণ্ডুলিপি ‌‘যৌবনটাই জীবন নয়’। ঔপন্যাসিক আকবর হোসেন মৃত্যুবরণ করেন ১৯৮১ সালে। তাঁর মৃত্যুর ৪১ বছর পরে নাটকটি প্রকাশিত হলো। ঔপন্যাসিক আকবর হোসেনের সাহিত্যকর্মে যুক্ত হলো নতুনমাত্রা।

বইটি পাওয়া যাবে একুশের বইমেলায় বটেশ্বর বর্ণন প্রা. লি. এর স্টলে (স্টল নং ৫৮০-৫৮১)।